সোমবার, ১২ মে, ২০২৫

চুম্বনঃ রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা


চুম্বন

 অধরের কানে যেন অধরের ভাষা।

দোঁহার হৃদয় যেন দোঁহে পান করে।

গৃহ ছেড়ে নিরুদ্দেশ দুটি ভালোবাসা

তীর্থযাত্রা করিয়াছে অধর সংগমে।

দুইটি তরঙ্গ উঠি প্রেমের নিয়মে

ভাঙিয়া মিলিয়া যায় দুইটি অধরে।

ব্যাকুল বাসনা দুটি চাহে পরস্পরে

দেহের সীমায় আসি দুজনের দেখা।

প্রেম লিখিতেছে গান কোমল আখরে

অধরেতে থর থরে চুম্বনের লেখা।

দুখানি অধর হতে কুসুমচয়ন,

মালিকা গাঁথিবে বুঝি ফিরে গিয়ে ঘরে।

দুটি অধরের এই মধুর মিলন

দুইটি হাসির রাঙা বাসরশয়ন॥

(কড়ি ও কোমল)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মিথ্যে কথা (কবিতা) – শঙ্খ ঘোষ

  লোকে আমায় ভালোই বলে দিব্যি চলনসই দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন-ছুটছে যখন মায়ের কাছে বাবার কাছে করছি বকম ব...